চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন উদ্বোধন
2024-03-05 19:30:54

মার্চ ৫: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) দ্বিতীয় অধিবেশন আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ের মহাগণভবনে উদ্বোধন হয়েছে। এনপিসির প্রায় তিন হাজার প্রতিনিধি এবং প্রেসিডেন্ট সি চিন পিংসহ চীনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

সকাল ৯টা, অধিবেশন উদ্বোধন ঘোষণা করেন এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি।

সম্মেলনের সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী লি ছিয়াং অধিবেশনের সরকারি কার্যবিবরণী পেশ করেন। কার্যবিবরণীতে তিনটি অংশ রয়েছে: ২০২৩ সালের কাজের পর্যালোচনা, ২০২৪ সালে অর্থনীতি ও সমাজ উন্নয়নের লক্ষ্যমাত্রা ও নীতি প্রণয়ণ এবং ২০২৪ সালে সরকারি কার্যক্রম।

কার্যবিবরণীতে লি ছিয়াং বলেন, গেল এক বছর চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নের প্রথম বছর এবং নতুন সরকারের দায়িত্ব পালনের প্রথম বছর। জটিল আন্তর্জাতিক পরিবেশ ও কঠোর সংস্কার, উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসির কেন্দ্রীয় কমিটি দেশের নানা জাতির জনগণকে নিয়ে অসুবিধা কাটিয়ে উঠতে পরিশ্রম করেছে।  

লি ছিয়াং বলেন, গত বছরে অর্থনীতি ও সমাজ উন্নয়নের লক্ষ্যমাত্রা অনেকটাই বাস্তবায়ন হয়েছে এবং গুণগতমানের উন্নয়ন এগিয়েছে।

অধিবেশনে ২০২৩ সালে অর্থনীতি ও সমাজ উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও ২০২৪ সালের  অর্থনীতি ও সমাজ উন্নয়ন পরিকল্পনার খসড়া বিবরণী পাঠ করা হয়। 

চীনের ১৪তম জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি’র প্রতিনিধিরা অধিবেশনে উপস্থিত ছিলন।

(শিশির/হাশিম/লিলি)