‘এক পৃষ্ঠা কবিতা’
2024-03-05 15:23:26

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইউয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং ইউয়ান, ১৯৮৫ সালের ২ জুন চীনের আন হুই প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও অভিনেতা।

২০০৭ সালে তিনি চীনের হুন নান টেলিভিশনের ‘সুপার বয়’ নামে সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশে নবম স্থান অর্জন করেন, এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০০৭ সালে চাং ইউয়ানের প্রথম একক গান ‘দুঃখের শহর’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন চাং ইউয়ানের কণ্ঠে ‘এক পৃষ্ঠা কবিতা’ গানটি। গানের কথায় বলা হয়, বিশেষণ, তোমাকে বর্ণনা করে।  আলো বর্ণনা করে, এক ধরনের প্রেমের অসুস্থতা বর্ণনা করা যায়। "চাঁদের আলো খুব সুন্দর" মানে আমি তোমার কাছ থেকে একটি ব্যাখ্যা চাই। তোমার জন্য একটা কবিতা লিখতে চাই। আমার সব অলঙ্কার ব্যবহার করতে চাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন চাং ইউয়ানের গান ‘বিশেষ অতিথি’। গানের কথায় বলা হয়, বিচ্ছেদের পর কত শীত? এটি সপ্তাহের কোন দিন। মাঝে মাঝে তোমার কথা ভাবি, তোমার অপ্রত্যাশিত টেক্সট বার্তা আমাকে পাহারা দিয়ে ধরেছে। সেখানে দাঁড়িয়ে স্তব্ধ হই, যখন সবাই তোমার জন্য খুশি। আমি শুধু বোকার মত জেগে উঠলাম। দেখা যাচ্ছে যে, কেউ ইতিমধ্যে তোমার জন্য একটি বিবাহের পোশাক অর্ডার করেছে। বিশেষ আমন্ত্রণের জন্য তোমাকে ধন্যবাদ । তোমার ভালবাসার সাক্ষী হই। আমি সবসময় নিজেকে মনে করিয়ে দিই, পালিয়ে যেও না।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন চাং ইউয়ানের গান ‘অপরিচিত মানুষ’। গানের কথায় বলা হয়, মেঘ কত আকাঙ্ক্ষা বহন করতে পারে? হঠাৎ রাস্তায় দেখা, যখন আমরা একে অপরকে পাস করি। সেই ছোট সেকেন্ড। আমরা বুঝতে পারি যে, সবকিছু বদলে গেছে। তারা যখন ঘুরে ফিরে তাদের আবেগকে পিছনে ফেলতে কে পারে? জিনিস পরিবর্তিত হওয়ার পরে। অতীত বদলেছে, কী বদলালো?

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চাং ইউয়ানের আরেকটি সুন্দর গান, গানের নাম ‘যৌবন সব ঠিক আছে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইউয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)