মার্চ ৫: আজ (মঙ্গলবার) জাতীয় গণ-কংগ্রেসে জমা দেওয়া সরকারি কার্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালের চীনের জিডিপি’র প্রবৃদ্ধি ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যান্য উন্নয়নের প্রত্যাশিত মূল লক্ষ্যগুলো হলো: শহর ও গ্রামে মোট ১.২ কোটির বেশি নতুন কর্মসংস্থান তৈরি করা, শহুরে বেকারত্ব ৫.৫ শতাংশে নামানো; ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি ৩ শতাংশে রাখা; বাসিন্দাদের আয় আর্থিক প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে বৃদ্ধি; শস্য উত্পাদনের পরিমাণ ১৩০০ বিলিয়ন কেজির বেশি এবং পরিবেশগত মান উন্নয়ন অব্যাহত রাখা।
(অনুপমা/তৌহিদ)