মার্চ ৫: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস বা এনপিসি’র বার্ষিক অধিবেশন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে শুরু হয়েছে। এদিন সরকারি কার্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালে চীনের উচ্চ মানের স্বনির্ভরতা প্রচার জোরদার করা এবং স্বাধীন উদ্ভাবনের ক্ষমতা উন্নত করা উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়, মৌলিক গবেষণার বিন্যাস শক্তিশালী করা, বেশ কয়েকটি উদ্ভাবনী ঘাঁটি, সুবিধাজনক দল, দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সহায়তা দেওয়া এবং মূল উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। জাতীয় কৌশলগত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শক্তি, সামাজিক উদ্ভাবনী সংস্থাকে একীভূত করা, মূল প্রযুক্তির সহায়ক গবেষণা উন্নত করা এবং অগ্রসর প্রযুক্তি ও অত্যাধুনিক প্রযুক্তির উপর গবেষণা বাড়ানো প্রয়োজন। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনীমূলক উদ্যোগের প্রভাবশালী অবস্থান বেগবান করা, বয়স্কদের যত্নের মতো মানুষের জীবিকানির্ভর প্রযুক্তির গবেষণা, বিকাশ ও প্রয়োগ শক্তিশালী করতে হবে। পাশাপাশি, বৌদ্ধিক সম্পত্তি সুরক্ষা শক্তিশালী করা, আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময় এবং সহযোগিতা বাড়ানো এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক উন্মুক্ত উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরি করা উচিত।
(অনুপমা/তৌহিদ)