চিয়াং শুয়েই’এর
2024-03-05 16:01:14

চিয়াং শুয়েই’এর বা স্নো ১৯৮৭ সালের ২৫ ফেব্রুয়ারিতে সিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়িকা। একই বছর তিনি সিসিটিভির লণ্ঠন উত্সব গালায় পরিবেশন করেন। জুন মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘কে আমার কান্নার পরোয়া করে’ চীনে প্রকাশিত হয়। 

২০১১ সালের জুলাই মাসে চিয়াং শুয়েই’এর একক গান ‘উপায় নেই’ প্রকাশ করেন। একই বছরের ডিসেম্বরে তিনি শানতোং প্রদেশের লিন ই শহরে ফ্যানস মিটিংয়ের আয়োজন করেন। ২০১২ সালের মে মাসে তিনি ‘এম ২২৫ ফ্লাইট’ নামে অ্যালবাম প্রকাশ করেন এবং নভেম্বরে পরপর ‘নিউইয়র্কের শীতকাল’ এবং ‘একাকী প্যারিস’ দু’টো গানের এমভি প্রকাশ করেন। ডিসেম্বর মাসে তিনি চীনা সঙ্গীত পুরস্কারে বছরের ‘অসামান্য নতুন শিল্পী’ পুরস্কার জেতেন। বন্ধুরা, এখন আমি ‘নিউইয়র্কের শীতকাল’ এবং ‘একাকী প্যারিস’ দু’টো গান আপনাদের শোনতে চাই, কেমন? 

 

২০১৩ সালের ২৩ জুলাই চিয়াং শুয়েই’এর ‘স্বপ্নের ডানা আহত’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট পাঁচটি গান অন্তর্ভূক্ত করা হয়। তিনি প্রথমবারের মতো অ্যালবামের প্রযোজক হিসেবে কাজ করেন। অ্যালবামের ধারণা তৈরী থেকে সৃষ্টি ও প্রকাশ পর্যন্ত তিনি সবকিছুতে অংশ নেন। জানা গেছে, অ্যালবামের শিরোনাম গানে চিয়াং শুয়েই’এরের নিজের হৃদয়ানুভূতি প্রকাশ করা হয়েছে। বর্তমানে বহু গায়ক-গায়িকা বাজারের জন্য গান গান। তবে ব্যবসা ও সঙ্গীতের চলে বিনোদন মহলের স্বাধীনতা ও বৈশিষ্ট্য বজায় রেখে, শুধু নিজের পছন্দের সঙ্গীত তৈরী করা খুব কঠিন একটি কাজ। আর এমন অবিচল একাকী অনুশীলনের মতো কাজ গর্বের কিন্তু সহজ নয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ‘স্বপ্নের ডানা আহত’ অ্যালবামের শিরোনাম গান শোনাবো। 

 

“তোমার চলে যাওয়া উচিত কিনা তা তুমি নিশ্চিত নয়। চৌরাস্তায় ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছো না। হয়তো তোমার কাছে বিজয়ী নম্বর প্লেট আর নেই। কিন্তু স্বপ্ন এখনো আছে। দিন কেটে যাচ্ছে। সেই প্রতিশ্রুতিগুলো কি এখনো মনে আছে? পৃথিবীর শেষ তোমাকে পরাজিত করেনি, তোমার এখন কী ভয়? তুমি চাইলে গাও, সাহসী হও, জোরে গান গাও, যদিও কেউ তোমার জন্য উল্লাস করে না। আসো একসাথে নাচ করো, আর ঘোরাঘুরি বন্ধ করো। যৌবন হারালে আর আসবে না। ভালবাসলে, জোরে তাকে বলো। সে-ই একমাত্র যাকে কেউ প্রতিস্থাপন করতে পারবে না। আসো, ব্যর্থ হলেও একসাথে এটি করো। স্মৃতিকে ফাঁকা রাখতে দেবেনা।”

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে চিয়াং শুয়েই’এরের আরেকটি গান শোনাবো। গানের নাম ‘শেষ হাসি’। 

  

(প্রেমা/রহমান)