‘এটা তুমি’
2024-03-04 10:07:16

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন টিএফবোইস নামের একটি ব্যান্ডের ‘এটা তুমি’ শীর্ষক গান। তিন জন যুবক নিয়ে ব্যান্ডটি গঠিত হয়। তিন সদস্যের নাম হল ওয়াং জুন খাই, ওয়াং ইউয়ান ও ই ইয়াং ছিয়ান সি। ওয়াং জুন খাই ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ওয়াং ইউয়ান ২০০০ সালের ৮ নভেম্বরে জন্মগ্রহণ করেন, এবং ই ইয়াং ছিয়ান সি ২০০০ সালের ২৮ নভেম্বর জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের ১৮ অক্টোবর তাঁরা প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁদের কন্ঠে ‘গ্রীষ্মের বাকি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন টিএফবোইস ব্যান্ডের ‘গ্রীষ্মের বাকি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁদের কন্ঠে ‘যুব অনুশীলন ম্যানুয়াল’ গানটি শোনাবো। এটিও আমার প্রিয় একটি গান। গানটির কিছু কথা প্রায় এরকম: ‘...এ গান তোমাকে আনন্দ দিতে পারে। তুমি কি আমাকে ভালোবেসেছো? আমার সঙ্গে নাক, চোখ এবং কান চলাফেরা করে। চতুর ও সুদর্শন বিভিন্ন শৈলী রয়েছে। ক্রমবর্ধমান যন্ত্রণা কী? জুতা পরিষ্কার করি, নতুন পোশাক পরি। আমি সাহসী, শক্তিতে ভরপুর। আমি সাহস নিয়ে প্রতিটি জায়গায় যাচ্ছি। আস্থা এ বিশ্বে আমাকে উজ্জ্বল করেছে। এ মঞ্চ আমার অবস্থানের কারণে উজ্জ্বল। আমার জন্য বিশ্ব উজ্জ্বল হয়। সাহস নিয়ে আগামীকালে প্রবেশ করি। আমার পথে তুমি থাকায় তা সাহসে ভরপুর। এটি হল পুরুষে পরিণত হওয়ার বই।’

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ব্যান্ড টিএফবোইস’র কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে গান শোনাবো। ২০০৭ সালে তিনি একটি টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১১, ২০১২, ২০১৫ সালে তিনি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘এখনও ভালোবাসি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে ‘এখনও ভালোবাসি’ শীর্ষক গান। ২০১৪ সালে তাঁর কন্ঠে ‘সময় কোথায় চলে গেছে’ গানটি চীনের শ্রেষ্ঠ দশটি গানের একটি হিসেবে পুরস্কার লাভ করে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গানটির প্রশংসা করেছেন। গানের কথা এমন: ‘বাড়ির বাইরে পুরনো গাছ...। আঙ্গিনায় শুকিয়ে যাওয়া ফুল পুনরায় ফুটেছে। অর্ধেক জীবনে কতো কথা বলিনি! তোমার সাদা চুল লুকানো। স্মৃতিতে ছোট পা। সারা জীবন তাকে দিয়েছো মাত্র একটি ডাকের জন্য ‘বাবা ও মা’। সময় কোথায় চলে গেছে? আজীবন পিতার-মাতার মনে শুধুমাত্র ছেলে ও মেয়ের বিষয়। সময় কোথায় চলে গেছে...’?

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং চেং লিয়াংয়ের কন্ঠে ‘সময় কোথায় চলে গেছে’ শীর্ষক গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। এখন আমি আপনাদেরকে চীনের একটি টিভি সিরিজের থিম গান শোনাতে চাই। গানের শিরোনাম হল ‘স্মৃতিতে সময়’; গেয়েছে একজন ছোট মেয়ে। গানটি একটি জাপানি লোকসঙ্গীত থেকে অভিযোজিত। শিরোনাম হলো ‘লাল ড্রাগনফ্লাই’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)