দক্ষিণ চীন সাগর সমস্যা নিয়ে এনপিসি মুখপাত্রের প্রতিক্রিয়া
2024-03-04 18:48:13

মার্চ ৪: চীনের ১৪তম জাতীয় গণ-কংগ্রেস-এনপিসি’র দ্বিতীয় অধিবেশনের সংবাদ সম্মেলন আজ (সোমবার) বেইজিংয়ের মহাগণভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে মুখপাত্র লৌ ছিন চিয়ান অধিবেশনের আলোচ্যসূচি ও গণকংগ্রেসের কাজ সংক্রান্ত বিষয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

দক্ষিণ চীন সাগর সমস্যা নিয়ে মুখপাত্র বলেন, চীন দৃঢ়ভাবে নিজের সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করবে, একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে ইচ্ছুক।

তিনি বলেন, চীন গোষ্ঠী-দ্বন্দ্বের বিরোধিতা করে। চীন ও প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা উন্মুক্ত ও সহনশীল। সাম্প্রতিক বছরগুলোতে এনপিসি সক্রিয়ভাবে প্রতিবেশী দেশের আইনপ্রণয়ন সংস্থার সঙ্গে নানা পর্যায় ও ক্ষেত্রে সহযোগিতা করেছে, এবং অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার জন্য শক্তভিত্তি স্থাপন করেছে। চীনও অব্যাহতভাবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নেবে এবং প্রতিবেশী দেশগুলো এ থেকে আরও উপকৃত হবে।

(তুহিনা/হাশিম/লিলি)