সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘ছাদ’ শীর্ষক গান। গেয়েছেন চীনের তাইওয়ান কন্ঠশিল্পী ওয়েন লান ও চৌ চিয়ে লুন। আপনাদের ভাল লেগেছে? চীনের একটি টিভি সিরিজের থিম গান শোনাতে চাই। গানের শিরোনাম হল ‘স্মৃতিতে সময়’। গেয়েছে একজন ছোট মেয়ে। গানটি একটি জাপানি লোকসঙ্গীত থেকে অভিযোজিত। শিরোনাম হলো ‘লাল ড্রাগনফ্লাই’। ‘স্মৃতিতে সময়’ গানের কথা এমন, ‘আমার স্মৃতিতে সময় ঘাস ধূপে ভরপুর। কে তাকে পুরনো জায়গায় রেখে দেয়। বাতাসে দোল হচ্ছে। যদি তুমি আমার দিকে আসো, তাহলে আমাকে দুঃখ দেয়া হবে। গাছের পাতা ঝাঁকি দিয়ে পড়ে যাবে। তা আমার হৃদয়ে পড়ে যাবে। ভালোবাসা আমার সঙ্গে বড় হবে। আগে উদ্দেশ্যহীন ভ্রমণ করার কথা ছিলো। আকাশ এত উচ্চ। কিন্তু কার কারণে আমি থাকলাম। আমি তার কাছে থাকতে চাই’। তাহলে চলুন এখন শোনা যাক ‘স্মৃতিতে সময়’ গানটি।
(গান ২)
আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন ‘স্মৃতিতে সময়’ গানটি। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সিঙ্গাপুরে চীনা প্রবাসী কন্ঠশিল্পী লিন জুন জিয়ে’র পরিচয় করবো। তিনি ১৯৮১ সালের ২৭ মার্চে সিঙ্গাপুরের একটি বাদ্যযন্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মা’র শিক্ষায় তিনি ৪ বছর বয়স থেকে সংগীত শেখা শুরু করেন। ১৯৯৬ সাল থেকে তিনি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘always online’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিন জুন জিয়ে’র কন্ঠে কন্ঠে ‘always online’ শীর্ষক গান। ১৯৯৯ সালে তিনি হাইস্কুলের সময় একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। তিনি অনেক বিখ্যাত কণ্ঠশিল্পীর জন্য গান রচনা করেছেন। ২০০৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তার সঙ্গীতে আর এন্ড বি, চীনা বৈশিষ্ট্যময় লোকগান ও আধুনিক পপ গানের শৈলী সংযুক্ত। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নাস্তা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিন জুন জিয়ে’র কন্ঠে কন্ঠে ‘নাস্তা’ শীর্ষক গান। ২০০৪ সাল থেকে তিনি চীনের মূলভূভাগে সংগীত উন্নয়ন করেন এবং অনেক সাফল্য লাভ করেন। এর পরের বছরগুলোতে তিনি চীনের মূলভূভাগ, তাইওয়ান ও হংকং এমনকি যুক্তরাষ্ট্রের সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। সংগীত ছাড়াও তিনি একজন অভিনেতা। তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সে মেয়ে আমাকে বলে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিন জুন জিয়ে’র কন্ঠে কন্ঠে ‘সে মেয়ে আমাকে বলে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরেকটি সুন্দর গান শোনাতে চাই। গানের শিরোনাম হলো ‘এক হাজার বছর পর’। গানটির কথা হলো, ‘হৃদয় তাল এলোমেলো। স্বপ্নও পরাধীন। ভালোবাসা হলো একটি আসল প্রতিশ্রুতি। কিন্তু এক হাজার পর বাস্তবায়িত হবে কিনা? আমি ধ্বংসাবশেষে তোমার জন্য অপেক্ষা করি। এক বছর পর এ বিশ্ব আমার হবে না। আমি আন্তরিকভাবে তোমার হাত ধরতে পারবো না, তোমার কপাল চুম্বন করতে পারবো না। এক হাজার বছর পর অপেক্ষা করবে না, কারণ তখন সবাই আমাকে ভুলে যাবে। সেই সন্ধ্যায় লাল মরুভূমিতে কে হাজার বছরের নির্জনতা ভেঙ্গে দেবে’। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)