সুপ্রিয় দর্শক, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। কফি হাউসের আড্ডা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন সাগর ভূঁইয়া। তিনি বর্তমানে বেইজিংয়ে বেইহাং বিশ্ববিদ্যালয়ের এ্যারোস্পেস ভেয়াকল ম্যানুফেক্টারিং(মহাকাশ যানবাহন উত্পাদন) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অধ্যায়ন করছেন। এর আগে তিনি নানচিং ইউনিভার্সিটি অফ টেকনলাজিতে অটোমেশন নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাছাড়া তিনি একজন মার্শেল আর্ট ভক্ত এবং বিভিন্ন মার্শেল আর্ট প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছিলেন। ভ্রমণও তার শখ। এ পর্যন্ত তিনি চীনের ২০টি প্রদেশের ২০০টিরও বেশি শহর বা অঞ্চলে ভ্রমন করেছিলেন। তার পাশাপাশি তিনি উত্সাহের সাথে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমে নিজকে নিযুক্ত করেন। বিশেষ করে কোভিডের সময়ে তিনি বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবা দল গঠন করে মানুষের সাহায্য করেছিলেন। তার গল্প জানতে চান? চলুন, আলাপ করি সাগর ভূঁইয়ার সঙ্গে।