নিরাপত্তা পরিষদ ও সরকারি আলোচনা ব্যবস্থাপনা প্রতিনিধির সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-02-29 14:57:24

ফেব্রুয়ারি ২৯: বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দেখা করেছেন জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের নিরাপত্তা পরিষদ সংস্কার ও সরকারি আলোচনা ব্যবস্থাপনার সহসভাপতি, জাতিসংঘে নিযুক্ত কুয়েতের স্থায়ী প্রতিনিধি তারেক এম এ এম আল বানাই এবং জাতিসংঘে নিযুক্ত অস্ট্রিয়ার প্রতিনিধি আলেকজান্ডার মার্শিক।

বৈঠকে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বৈশ্বিক প্রশাসনিক ব্যবস্থার সংস্কার চালু করতে ইচ্ছুক চীন। জাতিসংঘের অব্যাহত উন্নয়নে সমর্থনের পাশাপাশি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজও গড়ে তুলতে চায় তার দেশ।

তিনি আরও বলেন, চলমান বিশ্বের পরিস্থিতি জটিল ও অস্থিতিশীল এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে নেতৃত্ব দানকারী ভূমিকায় দেখতে চায় বিভিন্ন দেশ। জাতিসংঘের সনদ অনুসারে শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বড় ভূমিকা পালন করবে বলেও সবাই প্রত্যাশা করে বলে জানান ওয়াং।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই সহসভাপতি জাতিসংঘের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সদস্যদেশের স্বার্থ বিবেচনা করে নিরাপত্তা পরিষদের সংস্কার সঠিক পথে এগিয়ে নিলে তাতে সমর্থন দেবে বেইজিং।

দীর্ঘকাল ধরে জাতিসংঘের সনদের রক্ষা এবং বহুপক্ষবাদের সংরক্ষণে চীনের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান বানাই ও মার্শিক। অন্যদিকে, নিরাপত্তা পরিষদের সংস্কারসহ বিভিন্ন ইস্যু নিয়ে চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে আদান-প্রদান বজায় রাখতে ইচ্ছুক বলেও জানান দুই প্রতিনিধি।

 

(সুবর্ণা/ফয়সল/মুক্তা)