ইউএস চেম্বার অব কমার্সের সফরদলের সঙ্গে লি ছিয়াংয়ের সাক্ষাৎ
2024-02-29 13:54:57

ফেব্রুয়ারি ২৯: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ে ইউএস চেম্বার অব কমার্সের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান ক্লার্কের নেতৃত্বাধীন সফরদলের সঙ্গে দেখা করেছেন। বুধবারের এ সাক্ষাতে লি বলেন, চীন-মার্কিন অর্থনীতি অত্যন্ত পরিপূরক। দুদেশের আগ্রহের মধ্যে আছে গভীরতর মিল। আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা হলে তা দুই দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে বলে জানান তিনি।

লি ছিয়াং আরও বলেন, চলতি বছর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। দু’দেশের রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করে সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন বেগবান করতে চায় তার দেশ।

চীন এখন সার্বিকভাবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নকে গতিশীল করছে বলে জানান প্রধানমন্ত্রী লি। তিনি বলেন, চীনে মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়াতে, চীনা বাজারকে আরও গভীর করতে এবং উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে যুক্তরাষ্ট্রকে স্বাগত জানায় চীন। এ কাজে ইউএস চেম্বার অব কমার্স সেতুবন্ধনের কাজ করে দু’দেশের মাঝে বিনিময় ও সমঝোতা বাড়াবে বলেও প্রত্যাশা করে চীন।

ক্লার্ক বলেন, মার্কিন-চীন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএস চেম্বার অব কমার্স সেই সেতুবন্ধনের ভূমিকা পালন করে, দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা গভীরতর করার জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক।

 

(প্রেমা/ফয়সল/শুয়েই)