যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ জানাল দক্ষিণ কোরিয়ার জনগণ
2024-02-29 14:58:28

ফেব্রুয়ারি ২৯: মার্চে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে গতকাল (বুধবার) সিউলে বিক্ষোভ করেছে ‘কোরীয় উপদ্বীপের শান্তি কার্যক্রম’ নামের একটি বেসরকারি সংগঠন।

বিক্ষোভকারীরা ‘শান্তি চাই’ স্লোগান ধরে সামরিক অভিযান বন্ধ করা এবং সীমান্ত এলাকার নাগরিকদের নিরাপত্তা রক্ষার কথা উচ্চারণ করেছেন। তারা মনে করেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ সামরিক মহড়ায় কোরীয় উপদ্বীপের উত্তেজনা বাড়বে। তাই সামরিক মহড়া বন্ধ করা উচিত বলে মনে করেন তারা।

দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র-জাপান সামরিক গোষ্ঠী ভেঙে দেওয়ারও আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, শান্তিপূর্ণ সংলাপই কোরীয় উপদ্বীপের সমস্যা মোকাবিলার একমাত্র সঠিক পথ।

উল্লেখ্য, ৪ থেকে ১৪ মার্চ পর্যন্ত দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘স্বাধীনতার প্রতিরক্ষা’ শীর্ষক যৌথ সামরিক মহড়া আয়োজনের কথা রয়েছে।

 

(সুবর্ণা/ফয়সল/মুক্তা)