গাজায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে জর্ডান
2024-02-28 15:38:38


ফেব্রুয়ারি ২৮: জর্ডানের  সশস্ত্র বাহিনী গতকাল (মঙ্গলবার) একটি বিবৃতিতে বলেছে,  রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স ওই দিন ফিলিস্তিনি গাজা অঞ্চলে বিমানযোগে একটি ব্যাচ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্সের তিনটি বিমান এবং সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং ফ্রান্সের তিনটি বিমান জর্ডানের রাজধানী আম্মানের আবদুল্লাহ বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে গাজা অঞ্চলে খাদ্য ও আন্যান্য ত্রাণ সরবরাহ করেছে। বিমানগুলোর মধ্যে একটি বিশেষভাবে দক্ষিণ গাজা অঞ্চলে জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিত্সা সরঞ্জাম ও জ্বালানি সরবরাহ করেছে। এটি গাজা অঞ্চলে মানুষের দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার অংশ।

(রুবি/হাশিম/মুক্তা)