চীনা প্রতিনিধি গাজায় বৃহত্তম মানবিক বিপর্যয় রোধে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন
2024-02-28 19:00:22

ফেব্রুয়ারি ২৮: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রতিনিধি তাই বিং ২৭ তারিখে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, জীবন বাঁচানো এবং গাজায় আরও বড় মানবিক বিপর্যয় রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজায় খাদ্য সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় তাই বিং বলেন, চার মাসেরও বেশি সময় ধরে গাজা সংঘাতে প্রায় ৩০ হাজার  বেসামরিক মানুষ নিহত হয়েছে। গাজার লাখ লাখ মানুষ মৌলিক নিরাপত্তা ও দৈনন্দিন সরবরাহের অভাবে এবং মৃত্যু, ক্ষুধা ও রোগের হুমকিতে আছে। বিশেষ করে নারী ও শিশুরা প্রতিদিন ভয় ও হতাশার মধ্যে বাস করছে।

তাই বিং বলেন, মানবিক সহায়তাই গাজাবাসীর বেঁচে থাকার আশা। তবে, কৃত্রিম বাধার কারণে গাজায় মানবিক ত্রাণ পাঠানো কঠিন। চীন ইসরায়েলকে জেনিভা কনভেনশনের অধীনে দখলকারী শক্তি হিসাবে তার বাধ্যবাধকতাগুলি আন্তরিকভাবে পালন করা, নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করা, গোটা স্থলভাগ, সমুদ্র এবং আকাশপথে প্রবেশের চ্যানেলগুলি খোলা রাখা এবং নিরাপদে মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানায়।

তাই বিং জাতিসংঘ মহাসচিব গুতেরহিসের কথা উদ্ধৃত করে বলেন, কামানের গোলার নিচে গাজায় মানবিক ত্রাণ চালানো সম্ভব না। বেসামরিক নাগরিকদের সুরক্ষা, উদ্ধার অভিযান পরিচালনা এবং মানবিক বিপর্যয় কমানোর জন্য ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ একটি প্রয়োজনীয় পূর্বশর্ত। চীন আশা করে, প্রাসঙ্গিক দেশগুলি দায়িত্বশীল ও গঠনমূলক মনোভাব দেখাবে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ গ্রহণে নিরাপত্তা পরিষদকে সমর্থন দেবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)