লি ইয়ুগাং
2024-02-28 10:28:29

লি ইয়ুগাং ১৯৭৮ সালের ২৩ জুলাই চীনের চিলিন প্রদেশের গোংজুলিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং চায়না ন্যাশনাল অপেরা অ্যান্ড ডান্স ড্রামা থিয়েটারের জাতীয় পর্যায়ের প্রথম শ্রেণীর অভিনেতা। ঐতিহ্যবাহী চীনা অপেরা, গীতিনাট্যসহ বিভিন্ন শৈল্পিক উপাদান তাঁর পরিবেশনার অন্যতম বৈশিষ্ট্য। ১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বেরোনোর পর তিনি চিলিন শিল্প বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু পরিবার দরিদ্র্য হবার কারণে অচিরেই তাঁকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয়। ঊনিশ বছর বয়সে তিনি মাত্র দুইশ’ ইউয়ান নিয়ে চাকরি খুঁজতে বের হন।

 

বন্ধুরা, লি ইয়ুগাংয়ের জীবনের আরও গল্প একটু পরে আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে তাঁর একটি গান শোনাবো, কেমন? গানের নাম ‘ছিংমিং উৎসবে নদীর ধারের দৃশ্য’। 

 

শুনছিলেন লি ইয়ুগাংয়ের গান ‘ছিংমিং উৎসবে নদীর ধারের দৃশ্য’। গানটি ২০১০ সালে প্রকাশিত তাঁর প্রথম অ্যালবামে রাখা হয়। গানের নাম চীনের সং রাজবংশের একজন চিত্রশিল্পী জাং জেদুয়ানের আঁকা একটি দীর্ঘ স্ক্রোল থেকে নেওয়া। এতে উত্তর সং রাজবংশের সময় বিয়ানজিং (আজকের হেনান প্রদেশের খাইফেং শহর) এর আশেপাশে সমৃদ্ধির বিশাল মনোরম দৃশ্য এবং মানুষের জীবন চিত্রিত হয়েছে। 

২০০৯ সালে লি ইয়ুগাং সিডনি অপেরা হাউসে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন এবং সিডনি পৌর সরকারের ‘সাউদার্ন ক্রস কালচারাল গোল্ড অ্যাওয়ার্ড’ জেতেন। একই বছর তিনি আনুষ্ঠানিকভাবে চায়না ন্যাশনাল অপেরা অ্যান্ড ডান্স ড্রামা থিয়েটারে যোগ দেন। ২০১০ সালে তিনি সারা বিশ্বে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি তাঁর প্রথম অ্যালবাম ‘নতুন মাতাল সৌন্দর্য’ প্রকাশ করেন।  বন্ধুরা, এখন আমি লি ইয়ুগাংয়ের একটি কভার সংস্করণ গান আপনাদেরকে শোনাতে চাই, গানের নাম ‘লাল রঙের পোশাক পরা অভিনেত্রী’। 

 

২০১১ সালে লি ইয়ুগাংয়ের বৃহদাকার গীতিনৃত্য নাটকের ৩০টিরও বেশি ভ্রাম্যমান শো অনুষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন স্থানে। একই বছর তিনি ‘স্বপ্ন’ নামে অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি প্রথমবারের মতো সিসিটিভির বসন্ত উত্সব গালায় গান পরিবেশন করেন এবং এরপর সিসিটিভি’র অন্য একটি লণ্ঠন উত্সব গালায় ‘স্বপ্ন’ গানটি পরিবেশন করেন। বন্ধুরা, এখন আমি লি ইয়ুগাংয়ের ‘মাতৃভূমির মহান নদী ও পাহাড়’ নামের গানটি আপনাদেরকে শোনাতে চাই। গানটি ২০২১ সালের ৪ মে একক গান হিসেবে প্রকাশিত হয়।

কেমন লেগেছে গানটি আপনাদের? নিশ্চয়ই ভাল লেগেছে। তাইনা? সিসিটিভি’র মঞ্চ চীনের সর্বোচ্চ মঞ্চ। সেখানে পরিবেশন করা অনেক  গর্বের বিষয়। ২০১৩ সালে লি ইয়ুগাং আবার সিসিটিভি’র বসন্ত উত্সবে গান পরিবেশন করেন। এবার শেনচৌ-৯ নভোচারীর পরিবেশনার সঙ্গে  তিনি ‘ছাং এ’ নামের গানটি পরিবেশন করেন। ২০১৭ সালে তিনি সিসিটিভি’র লণ্ঠন উত্সবের এক সান্ধ্য পার্টিতে ‘ঠিক তোমার সাথে দেখা করি’ গানটি পরিবেশন করেন। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বরে লি ইয়ুগাং ‘আমি এখানে আছি, সবসময়’ গানটি প্রকাশ করেন। আর ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বরে তিনি ‘চীনের কাব্যিক নাম’ গানটি প্রকাশ করেন। তাহলে এখন আমি আপনাদেরকে দুটো গান শোনাতে চাই। 

 

 ইয়ুগাংয়ের আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘জেনারেলের দীর্ঘশ্বাস ’। (প্রেমা/রহমান)