মিশিগানের প্রাথমিক নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের জয়
2024-02-28 19:01:31

ফেব্রুয়ারি ২৮: মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার মিডিয়ার গণনা ও প্রতিবেদন অনুসারে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২৭ তারিখে অনুষ্ঠিত ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিশিগানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান প্রাইমারিতে জিতেছিলেন।

চলতি বছরের ডেমোক্রেটিক প্রাইমারি শুরু হলে এটি বাইডেনের টানা তৃতীয় জয়। তিনি আবারও সহজেই তার দলের প্রতিদ্বন্দ্বী কংগ্রেসম্যান ডিন ফিলিপসকে পরাজিত করেছেন। যাইহোক, মিশিগানের অন্তত ২০ হাজার ডেমোক্রেটিক সমর্থক ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাতের প্রতিবাদে বাইডেন প্রশাসনের বিপক্ষে ভোট দিয়েছেন।

ট্রাম্প আবারও জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্থায়ী প্রতিনিধি ও দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালিকে পরাজিত করেছেন। আইনি বিতর্ক সত্ত্বেও, ট্রাম্প এ বছরের রিপাবলিকান প্রাইমারিতে হারেননি।

মার্কিন যুক্তরাষ্ট্রের "রাস্ট বেল্টের" একটি রাজ্য মিশিগান সাধারণ নির্বাচনে একটি "সুইং স্টেট" এবং সেখানকার নির্বাচনী পরিস্থিতি অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। বাইডেন সম্প্রতি বলেছেন যে, মিশিগান এমন কয়েকটি রাজ্যের মধ্যে একটি, যা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে। ২০১৬ সালে, ট্রাম্প মিশিগান জিতেছিলেন। চার বছর পরে, রাজ্যটিতে বাইডেন জিতেছিলেন।

প্রাথমিক নির্বাচন হল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ এবং তা চলবে জুন পর্যন্ত। প্রাইমারি শেষে, ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলগুলি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মনোনীত করার জন্য তাদের নিজ নিজ জাতীয় সম্মেলন করবে। এবারের মার্কিন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

(ইয়াং/তৌহিদ/ছাই)