২০২৩ সালে জাপানে নবজাতকের সংখ্যা আরও কমেছে
2024-02-28 15:51:41

ফেব্রুয়ারি ২৮: জাপানের শ্রম মন্ত্রণালয়ের গতকাল (মঙ্গলবার) প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২৩ সালে দেশে নবজাতকের সংখ্যা ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ জন, যা ২০২২ সালের তুলনায় ৫.১ শতাংশ কমে ইতিহাসের সবচেয়ে নিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, টানা ৮ বছর ধরে জাপানে বাচ্চাদের জন্মগ্রহণের পরিমাণ হ্রাস পেয়েছে, এবার পরিসংখ্যানে জাপানে জন্ম নেয়া বিদেশি বাচ্চার সংখ্যাও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকৃতপক্ষে জাপানি নবজাতকের সংখ্যা প্রায় ৭ লাখ।

তাছাড়া, ২০২৩ সালে জাপানে মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ৯০ হাজার ৫০৩ জন। অর্থাৎ ২০২৩ সালে দেশের লোকসংখ্যা ৮ লাখ ৩১ হাজার ৮৭২ জন কমেছে।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানের নতুন প্রজন্মের বাচ্চাদের সংখ্যা দিন দিন কমছে। নবজাতকের জন্মহার কমা জাপানি সরকারের অনুমানের চেয়ে ১২ বছরের আগে ঘটেছে। দেশের লোকসংখ্যার দ্রুত হ্রাস ঠেকাতে জাপানি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, তবে তা খুব একটা কার্যকর হয় নি।

(সুবর্ণা/হাশিম/মুক্তা)