সিরিয়া পরিস্থিতির বাড়তি প্রভাব নিয়ন্ত্রণ করার আহ্বান চীনের
2024-02-28 16:22:47

ফেব্রুয়ারি ২৮: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদলের অস্থায়ী রাষ্ট্রদূত দাই বিং গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের সিরিয়ার রাজনৈতিক ও মানবিক বিষয়ে সম্মেলনে সংশ্লিষ্ট পক্ষের প্রতি ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের তীব্রতর হওয়ার পরিপ্রেক্ষিতে সিরিয়া পরিস্থিতির বাড়তি প্রভাব নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।

তিনি বলেন, গত চার মাস ধরে ইসরায়েল তাঁর দখল করা গোলান মালভূমির মাধ্যমে সিরিয়ার বেশ কয়েকটি জায়গার ওপর বিমান হামলা চালায়। চীন এতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট পক্ষকে সংযম বজায় রেখে উদ্বেগজনক পরিস্থিতি আরো তীব্রতা এড়ানোর আহ্বান জানায়।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সমাজকে সংলাপ ও পরামর্শে উত্সাহ দিতে, বিভিন্ন পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান পরিকল্পনা খুঁজে বের করতে হবে। চীন বিশ্বাস করে, প্রতিবেশি দেশের সাহায্য রাজনৈতিকভাবে সিরিয়া সমস্যা সমাধানের জন্য নতুন চালিকাশক্তি যোগাতে অনুকূল হবে।

(প্রেমা/হাশিম/শুয়েই)