বসন্ত উত্সবে চীনে ভ্রমণ করেছে ৭.২ বিলিয়ন মানুষ
2024-02-28 19:02:24

ফেব্রুয়ারি ২৮: ২০২৪ বসন্ত উত্সবের পরিবহন মৌসুম শেষ হতে চলেছে। এবার ভ্রমণকারীর মোট সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বুধবার জাতীয় সংবাদ কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার (বসন্ত উত্সবের ভ্রমণের ৩৩তম দিন) পর্যন্ত, উত্সবে যাতায়াতকারী মানুষের সংখ্যা ৭.২০৪ বিলিয়নে পৌঁছেছে। যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১০.৬% বেড়েছে।

এ বছরের বসন্ত উত্সব চলাকালীন, ভ্রমণ কাঠামোতে গভীর পরিবর্তন হয়েছে এবং রাস্তায় নিজে গাড়ি চালানোই প্রধান ভ্রমণ পদ্ধতিতে পরিণত হয়েছে। চীনের পরিবহনমন্ত্রী লি শিয়াও ফেং প্রেস কনফারেন্সে বলেন যে, বসন্ত উত্সব ভ্রমণ মৌসুমের ৩৩ দিনে, এক্সপ্রেসওয়ে এবং সাধারণ জাতীয় ও প্রাদেশিক সড়কগুলিতে স্ব-চালিত ভ্রমণকারীর সংখ্যা ৫.৮ বিলিয়ন ছাড়িয়েছে। যা ইতিহাসের নতুন একটি রেকর্ড। স্ব-চালিত গাড়ি ব্যবহারকারীদের যাতায়াত ৮০.৭%। একই সময়ে, রেলযাত্রী ও বিমানযাত্রীর সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ হয়েছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)