বিদেশি বাণিজ্যিক শিল্পপ্রতিষ্ঠানের আস্থা ক্রমশ বেড়েছে, চীনা বাজারের ‘চৌম্বকীয় আকর্ষণ’ আরও প্রবল হয়েছে
2024-02-28 17:09:04

ফেব্রুয়ারি ২৮: চীনের বাণিজ্য জোরদার কমিটি আজ (বুধবার) এক প্রেস ব্রিফিংয়ে ২০২৩ সালের ডিসেম্বরে বৈশ্বিক আর্থ-বাণিজ্যিক বিরোধ সূচকসহ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করেছে। জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে বৈশ্বিক আর্থ-বাণিজ্যিক বিরোধ সূচক ছিল ২৬০, যা বেশ উঁচুতে রয়েছে। এ অবস্থান ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়েছে। চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক বিরোধের ক্ষেত্রে ১৯টি দেশ ও অঞ্চলের সূচক ১৬৪৯।

চীনের বাণিজ্য জোরদার কমিটির মুখপাত্র ইয়াং ফান বলেন, এর মধ্যে চীনের ওপর যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক বিরোধ সূচক সর্বোচ্চ, পরে ব্রাজিল ও আর্জেন্টিনা। এতে ইলেক্ট্রনিক, যন্ত্র সাজ-সরঞ্জাম, হালকা শিল্প, চিকিত্সা ও ওষুধ এবং পরিবহণ সরঞ্জাম খাতের সূচক উচ্চ পর্যায়ে রয়েছে।

২০২৪ সালের শুরুর দিকে, অনেক বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান চীনে নিজের ব্যবসা বাড়ানোর চেষ্টা করেছে। এতে বহু বৈদেশিক পুঁজি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত বা সংশ্লিষ্ট প্রকল্প চালু হয়েছে। বাণিজ্য জোরদার কমিটি জানায়, এ থেকে স্পষ্ট যে, চীনের বিদেশি পুঁজির প্রতিষ্ঠানের আস্থা ক্রমশ বেড়েছে, বৈদেশিক বাণিজ্যিক শিল্পপ্রতিষ্ঠানের আস্থা ক্রমশ বেড়েছে, চীনা বাজারের ‘চৌম্বকীয় আকর্ষণ’ আরও প্রবল হচ্ছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)