চীন-ইউএই যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির ষষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত
2024-02-28 15:35:12

ফেব্রুয়ারি ২৮: চীন-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির ষষ্ঠ অধিবেশন গতকাল (মঙ্গলবার) আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছে। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং ইউএই’র অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি অধিবেশন সভাপতিত্ব করেন। দু’পক্ষ দু’দেশের রাষ্ট্রীয় প্রধানের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করে, যৌথভাবে চীন-ইউএই উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন।

ওয়াং ওয়েনথাও বলেন, চলতি বছর দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী, দু’দেশের রাষ্ট্রীয় প্রধানদের কৌশলগত নেতৃত্বে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে, দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অব্যাহতভাবে নতুন সাফল্য অর্জন করছে। চীন ইউএই’র সঙ্গে বাণিজ্যিক মান উন্নীত করতে, বিনিয়োগের সম্ভাবনাময় খাত খুঁজে নিতে, সৃজনশীল প্রাণশক্তি উদ্দীপ্ত করতে, হাতে হাত রেখে সার্বিক ও ত্রিমাত্রিক চীন-ইউএই আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন কাঠামো তৈরী করতে চায়।

 

মারি বলেন, দু’দেশের সম্পর্কের ব্যাপক উন্নতি ও দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বিশ্বাস করেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ দু’পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন ও বাস্তবায়ন বেগবান করবে।

(প্রেমা/হাশিম/শুয়েই)