বসন্ত উত্সবে পরিবহনের সর্বশেষ পর্যায় নিশ্চিত করেছে চীনা রেল বিভাগ
2024-02-28 16:44:07

ফেব্রুয়ারি ২৮: আজ (বুধবার) ২০২৪ সালের বসন্ত উত্সবের ৩৪তম দিন। চীনা রেল বিভাগের বিভিন্ন সংস্থা সার্বিকভাবে বসন্ত উত্সবে পরিবহনের সর্বশেষ পর্যায়ের সেবা নিশ্চিত করার চেষ্টা করছে।

চীনের জাতীয় রেলপথ গোষ্ঠীর সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, গতকাল (মঙ্গলবার) চীনের রেলপথে পাঠানো যাত্রীসংখ্যা ছিল ১.১১৬৩৪ কোটি পার্সনটাইমস। বুধবার ১.০৮ কোটি পার্সনটাইম যাত্রী পাঠানো হবে। কর্মসূচী অনুযায়ী ৬৪১টি অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন পাঠানো হবে।

উল্লেখ্য, উহান রেলপথ ব্যুরো একটি গণপরিবহন গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখে। দু’টি সংস্থা রেলপথের তথ্য উপভোগ করে এবং পাবলিক ট্রান্সপোর্টের সময় বাড়ায়। চিনান রেলপথ গ্রুপ শাংতং প্রদেশের ফিংই জেলার বিদ্যুত্ সরবরাহ কোম্পানির সঙ্গে সহযোগিতা চালিয়ে দ্রুতগতি রেলপথের বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করে এবং নিরাপত্তা রক্ষা করে। উরুমুছি রেলপথ ব্যুরো উরুমুছি রেল স্টেশন ও তুর্পান উত্তর রেল স্টেশনের সঙ্গে সহযোগিতা করে ট্রানজিট যাত্রীদের জন্য একটি অপেক্ষার জায়গা তৈরি করেছে।

(ছাই/তৌহিদ)