মার্কিন অর্থনীতির নিম্নমুখী ঝুঁকির বেশি আশঙ্কা রয়েছে: মার্কিন আর্থিক মহল
2024-02-28 17:06:28


ফেব্রুয়ারি ২৮: সম্প্রতি জে পি মর্গান ও এনওয়াইএসই: জেপিএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান যে, মার্কিন অর্থনীতির নিম্নমুখী ঝুঁকির বেশি আশঙ্কা রয়েছে।

মার্কিন সংবাদ ও ব্যবসায়িক চ্যানেল ‘সিএনবিসি’ জানায়, সুদের হার লম্বা সময় ধরে উচ্চ পর্যায় বজায় রাখার ব্যাপারটি উপলব্ধি করে না মার্কিন বাজার।

ফেডারেল রিজার্ভ আগামী ১৯ ও ২০ মার্চ মুদ্রানীতি সম্মেলন আয়োজন করবে। বর্তমানে, বাজারের ধারণা অনুযায়ী, সুদের হার ৫.২৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশের মধ্যে রাখবে ফেডারেল রিজার্ভ। এ বছরের শুরুর দিকে, ফিউচার ব্যবসায়ী আগামী মার্চ থেকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমাতে রাজি হয়েছিল। তবে, ধারণা করা হচ্ছে যে, সম্ভবত আগামী জুন বা জুলাই মাসে সুদের হার কমতে শুরু করবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)