রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট মোকাবিলায় দ্বিতীয় দফার কূটনৈতিক চেষ্টা চালাবে চীন
2024-02-28 17:07:15

ফেব্রুয়ারি ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বলেছেন, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট মোকাবিলায় দ্বিতীয় দফার কূটনৈতিক চেষ্টা চালাবে চীন। আগামী ২ মার্চ চীনের ইউরেশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লি হুই রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ইইউ’র সদর দফতর, পোল্যাণ্ড, ইউক্রেন, জার্মানি ও ফ্রান্স সফর করবেন।

মুখপাত্র বলেন, ইতোমধ্যে ইউক্রেন সংকটের দুই বছর হয়েছে, যুদ্ধ আরও চলছে, বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো শান্তি ফিরিয়ে আনা। যত আগে শান্তিপূর্ণ আলোচনা শুরু হবে, তার ক্ষতি ততই কম হবে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, বিগত দুই বছরে চীন কখনও মধ্যস্থতার চেষ্টা ত্যাগ করেনি। রাশিয়া ও ইউক্রেন-সহ বিভিন্ন দেশের সঙ্গে গভীর যোগাযোগ করে সংকট মোকাবিলায় গঠনমূলক ভূমিকা পালন করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)