‘তোমাকে মিস করার সময় বাতাস আসে’
2024-02-28 17:16:16

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী সান ই ছুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সান ই ছুন, ২০০১ সালের ২৩ ডিসেম্বর চীনের চ্য চিয়াং প্রদেশের তুং ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূখণ্ডের একজন পপ সংগীতশিল্পী। ২০২০ সালে সান ই ছুন ‘ভয়েস অব চায়না ২০২০’ সালের চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

২০২০ সালের ডিসেম্বর মাসে সান ই ছুনের প্রথম একক গান ‘ছবি’ প্রকাশিত হয়। ২০২১ সালে তিনি যথাক্রমে ‘রাতে নাচ নাচে’ সহ কয়েকটি গান প্রকাশ করেন। ২০২২ সালের জানুয়ারি মাসে সান ই ছুনের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘সাহের পরিমাণ’ বাজারে আসে। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি সান ই ছুন দ্বিতীয় বারের মতো বসন্ত উত্সবের মঞ্চে গান পরিবেশন করেন।
 

বন্ধুরা, এখন শুনুন সান ই ছুনের গান ‘একবার দেখা হলে ভালো’। এই গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী হাই লাই আ মুন, গানটি ২০২৪ সালের বসন্ত উত্সবের গালা অনুষ্ঠানের একটি গান। গানের কথাগুলো এমন: একবার দেখা হলেই ভালো। তারা বলে যে, তুমি আমাকে উল্লেখ করার সময় নীরব থাকো। প্রায়ই মাতালের মতো ভুল ও সঠিকের পার্থক্য করি।  বুঝিনি তোমার ভালোবাসা সমুদ্রের মতো গভীর। তুমি বুঝবে না যে, আমি তোমাকে খুব মিস করি। এক বার দেখা করাই ভালো। এমনকি শুধু এক নজর। এই পৃথিবীতে অনেক কিছু আছে। তুমি সেই তীর যা আমার আকুল আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যায়। একবার দেখা করাই ভালো, এমনকি শুধু এক নজর! যেন সে বছরগুলোতে ফিরে যাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সান ই ছুনের কণ্ঠে ‘তোমাকে মিস করার সময় বাতাস আসে’। গানের কথাগুলো এমন: বিচ্ছেদ হলে আবার দেখা হবে একে অপরের। তোমাকে মিস করার পর বিবর্ণ সময় আমাদের পাশ কাটিয়ে যায়। এই বিদায় যদি শেষ সময় হয়, এটি অনিদ্রার পরে বিভাজন রেখাও। পাতা বসন্তে পড়তে শুরু করেছে এবং জুলাই মাসে তুষারপাত হবে।

প্রবল বৃষ্টি যা আমি এখনই মিস করছি, গ্রীষ্মের মাঝামাঝি যা আমি ধরে রাখতে পারি না। তুমিই কি সেই মেঘ, যা পাশ দিয়ে যায়? কেমন যেন তোমার পাশ দিয়ে বাতাস বয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন সান ই ছুনের গান ‘চলচ্চিত্র কর্মীদের জন্য প্রেমের চিঠি’। গানের কথায় বলা হয়, পৃথিবীটা শুধু তোমার থাকার জায়গা। মিল্কিওয়ে হল যেখানে তোমার আত্মা বিচরণ করে। পৃথিবীটা শুধু তোমার অদৃশ্য স্বপ্ন। একটি আকস্মিক স্বপ্ন, একটি পার্থিব স্বপ্ন। রূপালি রঙের স্বপ্ন দেখতে তোমার শরীর ব্যবহার করে। শরীরের বাইরে স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখা। কে বুঝবে দুঃখ তুমি সযত্নে লুকিয়ে রাখো?

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো সান ই ছুনের আরেকটি গান, গানের নাম ‘বৃষ্টির দিন’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সান ই ছুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)