গত জানুয়ারিতে জাপানের সিপিআই ২ শতাংশ বেড়েছে
2024-02-27 16:18:55

ফেব্রুয়ারি ২৭: গত জানুয়ারিতে তাজা খাদ্য ছাড়া জাপানের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ছিল ১০৬.৪; যা বছরে ২ শতাংশ বেড়েছে। ২০২২ সালের মার্চে এটাই সর্বনিম্ন বৃদ্ধি। জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক পরিসংখ্যানে এ তথ্য জানায়।

পরিসংখ্যানে বলা হয়, ডিম ও দুধ, রান্না করা তরকারি এবং ফ্রাইড চিকেনের মতো খাবারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারিতে খাদ্যের দাম বার্ষিক ৫.৭ শতাংশ বেড়েছে। পর্যটন শিল্প পুনরুদ্ধারের পাশাপাশি গত জানুয়ারিতে আবাসন ফি বছরে ২৬.৯ শতাংশ বেড়েছে। বিদ্যুত্ ও গ্যাসে ভর্তুকির কারণে গত জানুয়ারিতে বিদ্যুতের দাম বছরে ২১ শতাংশ কমেছে এবং গ্যাসের দাম ২২.৮ শতাংশ কমেছে।

এ পর্যন্ত জাপানের প্রধান সিপিআই টানা ২৯ মাস ধরে বাড়ছে।

(ছাই/তৌহিদ)