জাতিসংঘ মানবাধিকার পরিষেদের ৫৫তম উচ্চ পর্যায়ের সম্মেলনে ওয়াং ই
2024-02-27 16:14:43

ফেব্রুয়ারি ২৭: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিংয়ে ভিডিও’র মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন এবং ভাষণ দেন।

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক সংঘাত পরিস্থিতি তীব্রতর হচ্ছে; একের পর এক সংঘর্ষ ও সংকট তৈরি হচ্ছে হয়। বিশ্ব মানবাধিকার প্রশাসনে ঘাটতি আরো গুরুতর হচ্ছে।

ওয়াং বলেন, জনগণকে প্রথমে রাখা এবং জনগণের স্বার্থ রক্ষা করাকে মানবজাতির ভবিষ্যতের ভিত্তি ও লক্ষ্য হিসেবে, জনগণের বেঁচে থাকার এবং উন্নয়নের অধিকার আরো বিশিষ্ট ও জরুরি অবস্থানে রাখতে হবে। এ ছাড়া মানবাধিকারের নামে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বা অন্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করারও বিরোধিতা করতে হবে।

 

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর উচিত রাজনীতির বাইরে থেকে তাদের কাজ সুষ্ঠু ও উদ্দেশ্যমুখী করা, এবং বহুপাক্ষিক মানবাধিকার সংস্থাগুলোকে বিভিন্ন পক্ষের গঠনমূলক বিনিময় ও সহযোগিতার প্ল্যাটফর্ম হিসাবে কাজ করা উচিত।

 

ওয়াং ই বলেন, একটি দায়িত্বশীল প্রধান দেশ হিসাবে, চীন বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে এবং মানবাধিকার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কনভেনশন ও ঘোষণায় পৌঁছানো প্রচেষ্টায় অবদান রেখেছে। চীন এখন তার আধুনিকীকরণের সুফল আরো বেশি করে ও ন্যায়সঙ্গত উপায়ে সকল জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্ব মানবাধিকার পরিস্থিতির সুষ্ঠু বিকাশে নতুন অবদান রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন ওয়াং ই।

 ( প্রেমা/হাশিম/শুয়েই)