ন্যাটোতে সুইডেনের সদস্যপদ অনুমোদন করেছে হাঙ্গেরির পার্লামেন্ট
2024-02-27 19:04:50

ফেব্রুয়ারি ২৭: মঙ্গলবার হাঙ্গেরির পার্লামেন্ট ন্যাটো প্রোটোকলে সুইডেনের যোগদানের পক্ষে রায় দেয়। পার্লামেন্টে সংশ্লিষ্ট প্রস্তাবের পক্ষে ১৮৮টি এবং বিপক্ষে ৬টি ভোট পড়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেন সঙ্কট বৃদ্ধির পর, সুইডেন এবং ফিনল্যান্ড তাদের দীর্ঘস্থায়ী সামরিক নন-এলাইনমেন্ট নীতি পরিত্যাগ করে এবং একই বছরের মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে। গত বছরের এপ্রিলে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের অনুমোদন পায়। তুরস্ক গত জানুয়ারিতে সুইডেনের ন্যাটোতে যোগদান অনুমোদন দেওয়ার পর, হাঙ্গেরিই ছিল একমাত্র দেশ, যে ন্যাটোতে সুইডেনের যোগদান অনুমোদন করেনি।

(ইয়াং/তৌহিদ/ছাই)