‘একজনকে ভালোবাসা এত কঠিন’
2024-02-27 16:23:53

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী বাই সিয়াও বাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

বাই সিয়াও বাই, ১৯৯৪ সালের ১০ জানুয়ারি চীনের চি লিন প্রদেশের ছাং ছুন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও অভিনেতা।

২০১৫ সালের জুলাই মাসে বাই সিয়াও বাই তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘তুমি এভাবে বিদায় দিয়েছো’ প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০১৬ সালের অগাস্ট মাসে তাঁর অ্যালবাম ‘মঞ্চ’ রিলিজ হয়। ২০১৭ সালের এপ্রিল মাসে বাই সিয়াও বাই-এর অ্যালবাম ‘সবচেয়ে সুন্দর প্রেমিকা’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন বাই সিয়াও বাই-এর কণ্ঠে ‘আমি তোমাকে এত ভালোবাসি, ফিরে আসার সময় জিজ্ঞেস করি না’। গানের কথায় বলা হয়, তুমি যতই আলতোভাবে পাশ দিয়ে যাবে, আমি তোমাকে ততই মিস করব। তখনই আমি বুঝতে পারি যে, ফুল ফোটার শব্দ আছে। যতদিন তুমি আমার জীবনের পাশে রবে, আমি ভয় পাব না, সময় যাত্রার মতো উড়ে যায়। এটা সুখ যে আমার কানে ফিসফিস করে। আমি শুধু ভুলে গেছি যে, ঠান্ডা বাতাস তার চলাচল বন্ধ করেনি। যতক্ষণ আমি আমার জীবনের চারটি ঋতু ভ্রমণ করেছি, তখনই বুঝলাম যে দৃশ্যটা তোমার মতো সুন্দর নয়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন বাই সিয়াও বাই-এর গাওয়া ‘একজনকে ভালোবাসা এত কঠিন’। গানের কথায় বলা হয়, তুমি বলেছিলে তুমি এখনো একা থাকতে পছন্দ কর। আসলে, তুমি আমাকে দেখে ভয় পাও। তুমি কি আমাদের জাহাজকে ভয় পাও? ভেসে বেড়াচ্ছে, তীরে পৌঁছাতে পারছে না। এখনও কোন জবাব নেই। আমার হৃদয় তোমার সাথে বাঁধা। আমাদের দেখা রাতটি যতই বিব্রতকর হোক না কেন, সহজ কথায় বলতে গেলে, ভালোবাসা নাকি ভালোবাসা নয়।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন বাই সিয়াও বাই-এর গান ‘জীবনে শুধু তুমি’। গানের কথায় বলা হয়, তুমি যদি প্রস্ফুটিত ফুল হও, তবে আমি পাইন এবং সাইপ্রাস হয়ে উঠতাম। আমার পিছনে বাতাস এবং বৃষ্টি থেকে রক্ষা করুন। যদি তুমি বসন্তের বাতাসের রশ্মি হও, আমি হ্রদের জলে পরিণত হতে চাই। তোমার জন্য লহর তৈরি করি। তুমি যদি একটি ছোট নৌকা হও, আমি তোমাকে একটি প্যাডেলে পরিণত করতে চাই। তুমি যদি লাল সূর্য হও, আমি রোদ হতে চাই। তোমার সাথে পৃথিবীকে উষ্ণ করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো বাই সিয়াও বাই-এর আরেকটি গান, গানের নাম ‘আমাদের স্বপ্ন আছে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাই সিয়াও বাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)