ফেব্রুয়ারি ২৭: বিদেশি পুঁজি হচ্ছে চীনা অর্থনীতি ও বিশ্ব অর্থনীতির যৌথ সমৃদ্ধ উন্নয়ন এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ শক্তি। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের সম্মেলনে বলা হয়, এ বছর অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বৈদেশিক পুঁজি স্থিতিশীল করা। চীন কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, এ বছর জানুয়ারিতে চীনে নতুন প্রতিষ্ঠিত বৈদেশিক পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৫৮৮টি। যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭৪.৪ শতাংশ বেড়েছে। এ থেকে স্পষ্ট যে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর এবং বৈশ্বিক বৈদেশিক পুঁজির অবস্থা কম হলেও চীন আরও বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ ক্ষেত্রের গরম মাটি।
এ অবস্থায় বিদেশি পুঁজির প্রতিষ্ঠানের ‘চীনে বেশি বিনিয়োগ করার’ কারণগুলো জানিয়েছে সিএমজি সম্পাদকীয়। ব্রিটিশ এইচএসবিসি গ্রুপ সিএমজি’র সম্পাদকীয়তে নিজের একটি জরিপ ফলাফল প্রকাশ করেছে। জরিপে ৮৭ শতাংশ বিদেশি শিল্পপ্রতিষ্ঠান চীনে নিজেদের ব্যবসার ক্ষেত্র আরও সম্প্রসারণ করবে। এর কারণগুলোর মধ্যে রয়েছে চীনা অর্থনীতির অবিরাম পুনরুজ্জীবন, বিশাল মাত্রায় বাজার সুবিধা এবং সুসংহত সরবরাহ চেইন প্রভৃতি।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)