বিশ্বের মানবাধিকার খাতের সুষ্ঠু উন্নয়নে নতুন অবদান রাখবে চীন
2024-02-27 19:35:54

ফেব্রুয়ারি ২৭: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৫তম সম্মেলন সম্প্রতি শুরু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ সম্পর্ক বলেন, মানবাধিকার পরিষদ হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ে আলোচনার মূল প্ল্যাটফর্ম। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠছে। বিশ্বব্যাপী মানবাধিকার শাসনের ঘাটতি আরও গুরুতর হয়ে উঠেছে। তাই, বিভিন্ন পক্ষের সহযোগিতা জোরদার করতে হবে।

মুখপাত্র বলেন, চীন ইতিবাচকভাবে এবারের মানবাধিকার পরিষদের বিভিন্ন বিষয়ের আলোচনায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, চীনা পররাষ্ট্রমন্ত্রী অনলাইনে সম্মেলনে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা ও জোরদার করা হলো পুরো মানবজাতির অভিন্ন দায়িত্ব। জনগণকে প্রথম স্থানে রাখতে হবে, উন্মুক্তকরণ ও অন্তর্ভুক্তি মেনে চলতে হবে এবং জয়-জয় সহযোগিতা মেনে চলতে হবে।

মাও নিং আরো বলেন, চীন আধুনিকায়ন নির্মাণের সাফল্য থেকে সব মানুষকে আরও বেশি করে ন্যায়সঙ্গতভাবে উপকার করার চেষ্টা করে। চীন অব্যাহতভাবে মানবাধিকার নিশ্চিত করার চেষ্টা করবে।

(ছাই/তৌহিদ)