চীনের তৈরি বিমান এআরজে২১ ও সি৯১৯ দক্ষিণ-পূর্ব এশিয়ায় উড্ডয়নের মহড়া শুরু
2024-02-27 19:04:00

ফেব্রুয়ারি ২৭: আজ (মঙ্গলবার) চীনের ব্যবসায়িক বিমান কোম্পানি থেকে জানা গেছে, এদিন চীনের তৈরি বাণিজ্যিক বিমান এআরজে২১ এবং সি৯১৯ দক্ষিণ-পূর্ব এশিয়ায় উড্ডয়নের মহড়া শুরু হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই দুটো বিমান ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় উড্ডয়ন করবে।

 

কর্মসূচী অনুযায়ী, এ মহড়া আয়োজনের উদ্দেশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সংশ্লিষ্ট বিমানবন্দর এবং এয়ারলাইনে চীনের উত্পাদিত ব্যবসায়িক বিমানগুলো পরীক্ষা করা। এটি পরবর্তীতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাজার সৃষ্টিতে সহায়তা করবে।

জানা গেছে, এআরজে২১ বিমান ২০১৬ সালের জুন মাসে চালু হওয়ার পর ১২৭টি ফ্লাইটের মাধ্যমে নিরাপদে ১ কোটি ১০ লাখ যাত্রী পরিবহন করেছে। সি৯১৯ বিমান ২০২৩ সালের ২৮ মে চালু হওয়ার পর নিরাপদে ১ লাখ ৩০ হাজার যাত্রী পরিবহন করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)