জাতিসংঘ পরিবেশ সম্মেলন নাইরোবিতে শুরু
2024-02-27 11:12:35

ফেব্রুয়ারি ২৭: জাতিসংঘের ষষ্ঠ পরিবেশ সম্মেলন গতকাল (সোমবার) কেনিয়ার রাজধানী নাইরোবিতে শুরু হয়েছে। ৪ হাজার জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা বহুপক্ষবাদের কাঠামোতে বিশ্বজুড়ে পরিবেশ প্রশাসন নিয়ে আলোচনা করছেন।

এবারের সম্মেলন ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে। এর প্রতিপাদ্য হলো ‘জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্য হ্রাস ও দূষণ মোকাবিলার লক্ষ্যে আরও কার্যকর, সহনশীল ও টেকসই বহুপক্ষীয় অভিযান চালানো।’

এবারের সম্মেলনের চেয়ারম্যান লেইলা বেনালি উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে বলেন, পরিবেশ, অর্থনীতি ও সমাজের ভিত্তি। এবারের সম্মেলনে সংহত ও সহনশীল বহুপক্ষীয় উদ্যোগের ভিত্তিতে সমন্বয়ের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক ও জীব বৈচিত্র্য হ্রাস ও দূষণসহ তিনটি পরিবেশগত সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

(রুবি/হাশিম/মুক্তা)