ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ
2024-02-27 16:56:31

ফেব্রুয়ারি ২৭: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শতায়েহের সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা গতকাল সোমবার এ খবর জানিয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শতায়েহ সরকার পদত্যাগের ঘোষণা দেয়। তিনি বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন এবং এর ফলে সৃষ্ট রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা এবং জর্ডান জেরুজালেম ও পশ্চিম তীরের ক্রমশ খারাপ হতে থাকা পরিস্থিতির কারণে তার সরকার পদত্যাগের সিদ্ধান্ত নেয়।

মুহাম্মদ শতায়েহের নেতৃত্বাধীন ফিলিস্তিনের সরকার ২০১৮ সালের এপ্রিলে শপথ গ্রহণ করে। 

(অনুপমা/হাশিম)