বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও চীনা বাণিজ্যমন্ত্রীর বৈঠক
2024-02-27 15:20:25

ফেব্রুয়ারি ২৭: আবুধাবিতে গত রোববার বিশ্ব বাণিজ্য সংস্থার ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের অধিবেশনে অংশ নিয়েছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও। অধিবেশন চলাকালে সংস্থার মহাপরিচালক নগজি ওকঞ্জো ভিলার সাথে বৈঠক করেন ওয়াং।

চীনা বাণিজ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, এবার অধিবেশনের আরো বেশি বাস্তব সাফল্যের অর্জনে বিভিন্ন পক্ষের সাথে যৌথ প্রয়াস চালাতে ইচ্ছুক চীন। মতভেদ মোকাবিলার ব্যবস্থা পুনরুদ্ধার, কৃষি আলোচনার কর্মপরিকল্পনা প্রণয়ন করা এবং অনুন্নত ও খাদ্যশস্য আমদানিকারক দেশগুলোর সংশ্লিষ্ট দাবিতে সাড়া দেওয়া ও মত্স্য ভর্তুকির দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষরে সমর্থন দেয় চীন। পুঁজি বিনিয়োগের সুবিধাকরণ চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থার আইনি কাঠামোতে অন্তর্ভুক্তিরও আশা করে চীন, যাতে বহুমুখী বাণিজ্যের নিয়ম উন্নত করা যায়।

ভিলা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কাজে গঠনমূলকভাবে অংশ নেয় চীন এবং বহু আলোচনার সাফল্যের অর্জনে ইতিবাচক ভুমিকা পালন করেছে দেশটি। মতভেদ মোকাবিলা ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে চীনের নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি।

(সুবর্ণা/হাশিম/মুক্তা)