বিশ্ববাণিজ্য সংস্থার ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের অধিবেশন আবুধাবিতে শুরু
2024-02-27 16:34:56

ফেব্রুয়ারি ২৭: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) ত্রয়োদশ মন্ত্রী পর্যায়ের অধিবেশন গতকাল (সোমবার) শুরু হয়েছে এবং আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিভিন্ন দেশের অর্থ ও বাণিজ্যমন্ত্রী এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার প্রতিনিধিরা অধিবেশনে অংশ নিচ্ছেন।

এবার মন্ত্রী পর্যায়ের অধিবেশনের চেয়ার‍ম্যান সানি জেউদি তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন, আন্তর্জাতিক অর্থনীতিতে মতৈক্যে পৌঁছাতে চেষ্টা করে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল সংযুক্তির বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে চায়। ডব্লিউটিও’র বহুমুখী বাণিজ্যিক ব্যবস্থার সমর্থন দেবে সংযুক্ত আরব আমিরাত, কারণ এ সংস্থা বিশ্বের অর্থনীতির টেকসই উন্নয়নের চালিকাশক্তি।

চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও সম্মেলনে বলেন, বিশ্ববাণিজ্য সংস্থা বহুমুখী ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং বৈশ্বিক অর্থনীতির প্রশাসনের মঞ্চ। চীন সরকার এ ব্যবস্থার সংরক্ষণে প্রতিজ্ঞ এবং বিভিন্ন পক্ষের সাথে অধিবেশনের সফল আয়োজনে চেষ্টা করবে।

এবার অধিবেশনে কমোরস এবং পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিয়েছে। এর ফলে ডব্লিওটিও’র সদস্যদেশের সংখ্যা ১৬৬টিতে দাঁড়িয়েছে।(সুবর্ণা/হাশিম/মুক্তা)