চাও ইংচুন
2024-02-26 11:05:16

চাও ইংচুন আগের নাম ছিল চাও চিয়ান। তিনি ১৯৭৭ সালের ২৮ জুলাই চীনের লিয়াওনিং প্রদেশের ফুশুন শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূল-ভূখণ্ডের একজন গায়ক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা।

 

২০০৪ সালে চাও ইংচুন ড্রাগন টিভির একটি গান গাওয়া রিয়েলিটি টিভি শেয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে শোবিজ জগতে পা রাখেন। ২০০৫ সালে তাঁর গাওয়া গান ‘উদ্দীপক ২০০৫’ ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। গানটি আসলে ২৩টি পপ গান নিয়ে রচিত হয়। ২০০৭ সালে তিনি একটি তারুণ্যের অনুপ্রেরণামূলক সংগীতে অংশ নেন। ২০০৯ সালে তিনি একটি কমেডি সিনেমায় অভিনয় করেন।

২০১০ সালে চাও ইংচুন একটি রোমাঞ্চকর চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেন। ২০১১ সালের মে মাসে তিনি পরপর একটি যুব রোমাঞ্চকর চলচ্চিত্র এবং একটি কোল্ড হিউমার কমেডি ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। ২০১২ সালে পরিচালকের আমন্ত্রণে তিনি ‘থাইল্যান্ডে হারিয়ে যাওয়া’ নামের কমেডি ফিল্মের জন্য গান ‘আমি তোমার সাথে থাকতে চাই’। ২০১৩ সালের এপ্রিলে তিনি ‘তরুণ’ গানটি প্রকাশ করেন। গানটি ছিল একই নামের চলচ্চিত্রের থিমসং। তাহলে এখন আমি গানটি আপনাদেরকে শোনাতে চাই। কেমন? সঙ্গে সঙ্গে শোনাবো ‘আমি তোমার সাথে থাকতে চাই’। 

 

২০১৫ সালে চাও ইংচুন কমেডি ফিল্মে ‘প্যানকেক ম্যান’-এর জন্য শিরোনাম থিমসং সৃষ্টি করেন। একই বছরের ১৮ ডিসেম্বরে তাঁর অভিনীত কমেডি ফিল্ম মুক্ত পায়। তিনি চলচ্চিত্রের জন্য শেষ গান ‘রাজা আমাকে পাহাড়ে টহল দিতে বললেন’ সৃষ্টি করেন। একই বছর তিনি আবার কমেডি ফিল্ম ‘গোয়েন্দা চায়নাটাউন’-এর জন্য থিমসং ‘চায়না টাউন’ সৃষ্টি করেন। তিনি চলচ্চিত্রে একটি চরিত্রেও অনিভয় করেন। বাহ, তিনি তো অনেক চলচ্চিত্রের জন্য গান সৃষ্টি করেছেন, তাইনা? তাহলে বন্ধুরা, আমি এখন উল্লিখিত দুটো গান আপনাদেরকে শোনাতে চাই। শুনুন তাহলে ‘প্যানকেক ম্যান’ এবং ‘চায়না টাউন’ গান দুটো।

 ‘অপেক্ষা’ গানটি চাও ইংচুন আরেকটি চলচ্চিত্র ‘ভারতের বন্ধুরা’র জন্য লেখা ও গাওয়া থিমসং। চলচ্চিত্রটির গল্প হলো একটি গ্রুপের প্রেসিডেন্ট হঠাৎ মারা যান এবং একটি উত্তরাধিকার রেখে যান। তার ছেলে উইল খুঁজতে ভারতে যান।

 

আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে চাও ইংচুনের অন্য একটি গান শোনাবো। গানের নাম ‘রাজা আমাকে পাহাড়ে টহল দিতে বললেন’। 

   

(প্রেমা/রহমান)