পশ্চিমা দেশগুলোর ‘চীন ভীতি’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী
2024-02-26 19:13:13

ফেব্রুয়ারি ২৬: সম্প্রতি পশ্চিমা দেশগুলোর ‘চীন ভীতি’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।। এ প্রেক্ষাপটে আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বলেন, চীনের উন্নয়ন বিশ্বের জন্য সুযোগ, এটা কারও জন্য হুমকি নয়।

জানা গেছে, সম্প্রতি বৃটিশ ‘ফাইনান্সিয়াল টাইমস’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে পশ্চিমা দেশগুলোর ‘চীন ভীতি’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য চীনের বিরুদ্ধে যাবে না মালয়েশিয়া।

এই বিষয়ে মুখপাত্র মাও বলেন, চীন দৃঢ়ভাবে স্বাধীন স্বতন্ত্র শান্তিপূর্ণ কূটনৈতিক নীতিতে অবিচল রয়েছে। চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির আলোকে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করবে, যাতে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলা যায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)