যুক্তরাষ্ট্রের প্রকাশিত চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের প্রতিশ্রুতি রিপোর্ট’ নিয়ে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া
2024-02-26 19:07:46

ফেব্রুয়ারি ২৬: সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ‘২০২৩ সালে চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের প্রতিশ্রুতি রিপোর্ট’ প্রকাশ করেছে। এ সম্পর্কে আজ (সোমবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা বিভাগের প্রধান জানান যে, এই রিপোর্টের অযৌক্তিক অভিযোগগুলো উপলব্ধি করে চীন, বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের প্রতিশ্রুতি অনুযায়ী বিরাট সাফল্য অর্জন করেছে। তা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র, এবং চীনের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক প্রতিষ্ঠাকাজ, সংস্কার ও উন্মুক্তকরণের লক্ষণীয় সাফল্য বিকৃত করে, বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতি উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ অবদান অস্বীকার করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও আধিপত্যবাদ প্রকাশ পায়; এর দৃঢ় বিরোধিতা করে চীন।

সংস্থার প্রধান জানান, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর, চীন উন্নয়নশীল দেশগুলোর সর্বোচ্চ সদস্য দেশ হিসেবে সবসময় বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থায় সমর্থন করে এবং কার্যকরভাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের প্রতিশ্রুতি মেনে চলে। বিশ্ব বাণিজ্য সংস্থা এবং বৈশ্বিক আর্থ-বাণিজ্যিক উন্নয়নে চীনের অবদান অনস্বীকার্য।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)