চৌদ্দতম জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত
2024-02-26 19:21:06

ফেব্রুয়ারি ২৪: চীনের চৌদ্দতম জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির অষ্টম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন ২৬ তারিখ সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান চাও ল্য চি।

স্থায়ী কমিটির ১৬৬জন সদস্য অধিবেশনে উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা কোরাম পূরণ করেছে।

অধিবেশনে জাতীয় গণকংগ্রেসের সংবিধান ও আইন কমিটির উপ-পরিচালক লুও ইউয়ান রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা আইনের খসড়া সংশোধন পর্যালোচনার ফলাফল জানিয়েছেন। খসড়াটির দ্বিতীয় পর্যালোচনায় গোপন বিষয়গুলির নীতিকে কেন্দ্র করে, শ্রেণীবিভাগের কর্তৃপক্ষকে আরও মানসম্পন্ন করে তোলা, গোপন কর্মীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার বিশদ বিবরণ দেওয়া এবং গোপন কর্মীদের পদত্যাগের জন্য ব্যবস্থাপনা উন্নত করা- ইত্যাদি বিষয় রয়েছে।

এই স্থায়ী কমিটির অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হল ১৪তম জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি নেওয়া। সভায় জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির খসড়া কার্য প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং চৌদ্দতম জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের খসড়া আলোচ্যসূচি, প্রেসিডিয়াম ও মহাসচিবের খসড়া তালিকা এবং আলোচনার জন্য চেয়ারম্যান সম্মেলনের পেশ করা প্রস্তাব পর্যালোচনা করা হয়।

অধিবেশনে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির প্রতিনিধি যোগ্যতা পরীক্ষা কমিটির চেয়ারম্যান ইয়াং শিয়াও ছাও কর্তৃক প্রণীত স্বতন্ত্র প্রতিনিধিদের প্রতিনিধিত্বমূলক যোগ্যতার উপর একটি প্রতিবেদন শোনানো হয়।

(ইয়াং/তৌহিদ/ছাই)