চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের অবরোধ, ভুল সংশোধনে ব্রিটেনকে চীনের তাগিদ
2024-02-26 19:10:08

ফেব্রুয়ারি ২৬: আজ (সোমবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের অবরোধ নিয়ে সংবাদদাতাদের প্রশ্নের জবাব দিয়েছেন।

মুখপাত্র বলেন, চীন ও ব্রিটেনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সুষ্ঠু প্রবণতা উপেক্ষা করে সম্প্রতি ৩টি চীনা শিল্পপ্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করেছে ব্রিটেন। এর দৃঢ় বিরোধিতা করে চীন। ব্রিটেনের এই আচরণ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া করা হয়েছে। এটি সম্পূর্ণ ‘এখতিয়ার বহির্ভূত কাজ।’ এটি চীন ও ব্রিটেনের আর্থ-বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। চীন দৃঢ়ভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ স্বার্থ রক্ষা করবে বলেও মুখপাত্র উল্লেখ করেন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)