বসন্ত উত্সব ৩১তম দিনে চীনে ২১২.২৬ মিলিয়ন মানুষ যাতায়াত করেছে
2024-02-26 19:23:05

ফেব্রুয়ারি ২৬: চীনের পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ বসন্ত উত্সবের পরিবহন পরিসংখ্যান থেকে দেখা যায় যে, ২৫ ফেব্রুয়ারি (বসন্ত উত্সব পরিবহনের ৩১তম দিন, প্রথম চান্দ্র মাসের ১৬তম দিন) সারা চীনের ২১২.২৬ মিলিয়ন মানুষ যাতায়াত হয়েছে। যা গত মাসের তুলনায় ২৪.২% বেশি, গত বছরের একই সময়ের তুলনায় ৩.১% বেশি, এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৬.৪% বেশি।

 

এর মধ্যে, রেলওয়ে যাত্রীর পরিমাণ ছিল ১৫.২০৬ মিলিয়ন, গত মাসের তুলনায় ১৫.৩% বেড়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ৩৮% বেশি হয়েছে এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৩৫.৬% বেশি। মহাসড়কে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল ১৯৪.৩৫ মিলিয়ন; যা গত মাসের তুলনায় ২৫.২% বেড়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ০.৯% বেশি হয়েছে এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৪.৮% বৃদ্ধি পেয়েছে।

নৌপথে যাত্রীসংখ্যা ছিল ৫.০৭ লাখ।যা গত মাসের তুলনায় ১.১% কমেছে, গত বছরের একই সময়ের তুলনায় ২.২% হ্রাস পেয়েছে এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৪৪% কমেছে।

পাশাপাশি, আকাশপথে যাত্রীসংখ্যা ছিল ২.১৯৭ মিলিয়ন। যা গত মাসের তুলনায় ১১.২% বেশি, গত বছরের একই সময়ের তুলনায় ৩৪% বেশি এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১৩% বেড়েছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)