‘চায়না প্রকল্প’ গোলটেবিল ফোরাম আবুধাবিতে আয়োজিত
2024-02-26 11:40:32

ফেব্রুয়ারি ২৬: বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ ‘চায়না প্রকল্প’ গোল টেবিল উচ্চপর্যায়ের ফোরাম গতকাল (রোববার) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আয়োজিত হয়েছে। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নগজি ওকঞ্জো ভিলা এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা এ ফোরামে উপস্থিত ছিলেন।

চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং বলেন, আরব দেশগুলোসহ বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোর বহুমুখী বাণিজ্যিক ব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সমর্থন দেয় চীন এবং এর কাঠামোতে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা চালু করবে, যাতে ‘চায়না প্রকল্প’ বাস্তবায়ন করা যায়, বহুমুখী বাণিজ্যিক ব্যবস্থার উন্মুক্তকরণ, সহনশীলতা ও ভারসাম্য উন্নীত করা যায় এবং বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়ন করা যায়।

বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে নতুন ‘চায়না প্রকল্প’ সমঝোতাস্মারক স্বাক্ষর করেছেন ওয়াং। ২০১১ সালে ‘চায়না প্রকল্প’ স্থাপন করা হয়, যার উদ্দেশ্য উন্নয়নশীল দেশ বিশেষ করে অনুন্নত দেশগুলোর বহুমুখী বাণিজ্যিক ব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা দেওয়া।

(সুবর্ণা/হাশিম/মুক্তা)