বিভিন্ন কাজকর্মের বার্ষিক প্রতিবেদনে চীনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা
2024-02-26 18:56:42

ফেব্রুয়ারি ২৬: আজ (সোমবার) চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্যরা, সম্পাদক কার্যালয়ের সম্পাদক, জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী সদস্যরা এবং রাষ্ট্রীয় পরিষদ, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সিপিসি’র কমিটি, সর্বোচ্চ গণ-আদালত, সর্বোচ্চ গণ-অভিশংসক দফতরের সিপিসি কমিটির সদস্যরা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ২০২৩ সালের কাজকর্ম সম্বন্ধে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছেন।

সি চিন পিং ভালভাবে কর্মকর্তাদের প্রতিবেদনগুলো যাচাই করেছেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এ বছর হলো গণ-প্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’ কার্যকর হওয়ার গুরুত্বপূর্ণ বছর। স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন জোরদার করতে হবে। সম্পূর্ণ, সঠিক ও সার্বিকভাবে নতুন উন্নয়নের ধারণা বাস্তবায়ন করতে হবে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন গড়ে তোলাকে কেন্দ্র করে শক্তিশালী রাষ্ট্র নির্মাণ এবং জাতিগত সমৃদ্ধি উন্নত করতে হবে।

(ছাই/তৌহিদ)