বেলারুশ পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত
2024-02-26 17:54:47

ফেব্রুয়ারি ২৬: বেলারুশের জাতীয় পরিষদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচন ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

বেলারুশ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ১১০ জন সদস্য নির্বাচিত হবেন। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো সেদিন ভোট দিয়েছেন। সারা দেশে ৫ হাজার ৪১১টি ভোটকেন্দ্র রয়েছে। স্থানীয় সময় ৮টায় ভোট শুরু হয় এবং রাতে ৮টায় শেষ হয়। বেলারুশে প্রায় ৭ মিলিয়ন ভোটার রয়েছে, যাদের মধ্যে ৪১.৭ শতাংশ ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত আগাম ভোট দিয়েছেন।

স্বাধীন রাষ্ট্রের কমনওয়েল, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন, দ্য কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, ইউনিয়ন অফ রাশিয়া ও বেলারুশের মত আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থাগুলোর ২৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক গতকালের নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করেছেন।

বেলারুশের জাতীয় পরিষদ (সংসদ) হাউস অফ দ্য রিপাবলিক (উচ্চ কক্ষ) এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (নিম্ন কক্ষ) নিয়ে গঠিত এবং প্রতিটির মেয়াদ ৪ বছর।

(অনুপমা/হাশিম)