চীনে জাতীয় আইনি সহায়তা সংস্থাগুলির ব্যবস্থা সুবিধাজনক
2024-02-26 19:22:24

ফেব্রুয়ারি ২৬: সোমবার চীনের আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, "অভিবাসী কর্মীদের আইনি সহায়তা” কার্যক্রমের মাধ্যমে জাতীয় আইনি সহায়তা সংস্থাগুলি ২০২৩ সালে অভিবাসী কর্মীদের জন্য ৪.৮ লাখ আইনি মামলার সহায়তা দিয়েছে, ৫.৪ লাখ অভিবাসী শ্রমিকদের জন্য ৬৮০০ কোটি ইউয়ানের শ্রম বেতন পুনরুদ্ধার করেছে এবং কার্যকরভাবে অভিবাসী শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করেছে।

জানা গেছে, বিভিন্ন অঞ্চলের আইনি সহায়তা সংস্থাগুলি ৫.৯ লাখ  পাবলিক আইনি পরিষেবা মঞ্চ, ৭০ হাজার আইনি সহায়তা ওয়ার্কস্টেশন এবং ৩.৩ লাখ আইনি সহায়তা যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে অভিবাসী কর্মীদের আইনি সহায়তা দিয়েছে। সারা দেশে “১২৩৪৮” পাবলিক আইনি সার্ভিস হটলাইন প্ল্যাটফর্ম অভিবাসী কর্মীদের সার্বক্ষণিক পরিষেবা প্রদান করে। বর্তমানে, সারা দেশে ৮০%-এরও বেশি জায়গায় অভিবাসী কর্মীদের জন্য অনলাইন আইনি সহায়তা পরিষেবা বাস্তবায়ন করেছে। চায়না লিগ্যাল সার্ভিস নেটওয়ার্কের "অভিবাসী কর্মীদের বেতন পুনরুদ্ধার গ্রিন চ্যানেল” অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা করা এবং মজুরি পেতে সহায়তা করে। গত বছর, ৭০ হাজারেরও বেশি অভিবাসী শ্রমিক এতে উপকৃত হয়েছে।

 

এ ছাড়া, বিভিন্ন অঞ্চলে আইনি সহায়তা সংস্থাগুলি পরিষেবা প্রক্রিয়া উন্নত করেছে, সরলীকৃত পদ্ধতি এবং আইনি সহায়তার জন্য "সবুজ চ্যানেল" মসৃণ করেছে। অভিবাসী শ্রমিকদের মজুরি পুনরুদ্ধার সংক্রান্ত মামলা গ্রহণ ও পর্যালোচনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)