ভারতের সড়ক দুর্ঘটনায় ২২জন নিহত ও ১০জন আহত
2024-02-25 19:01:28

ফেব্রুয়ারি ২৪: ভারতের উত্তর প্রদেশের কর্মকর্তারা শনিবার জানান, ওই দিন রাজ্যে একটি ট্র্যাক্টর টানা ট্রেলার উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২২জন মারা যায় এবং ১০জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাসগঞ্জ জেলায়। ট্রাক্টর চালক ওভারটেক করার চেষ্টা করলে কয়েক ডজন যাত্রী বহনকারী ট্রাক্টর-ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। আহতদের চিকিত্সার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারত সরকার ট্রাক্টর টানা ট্রেলারে যাত্রী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই নিয়ম ভারতের গ্রামীণ এলাকায় কঠোরভাবে অনুসরণ করা হয় না।

ভারতে রাস্তার অবস্থা বেশ খারাপ এবং বেআইনি কার্যকলাপ যেমন জোড়ে গাড়ি চালানো ও যানবাহনের ওভারলোডের কারণে প্রায়শই ট্র্যাফিক দুর্ঘটনা ঘটে। অসম্পূর্ণ পরিসংখ্যান অনুসারে, ভারতে প্রতি বছর প্রায় দেড় লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

(ইয়াং/তৌহিদ/ছাই)