আমাকে ভালোবাসবে বলে তোমার অপেক্ষা করছি
2024-02-25 19:02:26

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হংকংয়ের কন্ঠশিল্পী চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠে ‘সারাজীবন শুধু তোমার সাথে থাকতে চাই’ শীর্ষক গান। আসলে গত শতাব্দীর ৮০ ও ৯০ দশকে হংকংয়ের ক্যান্টনিজ গান চীনে খুবই জনপ্রিয় ছিল। এখন শোনাবো তাঁর কন্ঠে ক্যান্টনিজ গানটির শিরোনাম ‘সূর্যাস্ত মাতাল’। আসলে গানটির শিরোনামের কথা যেন আমাদের জীবনের কথা। আর ভালোবাসাসম্পর্কিত গানও যেন আমাদের আজীবন পছন্দের গান।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হংকংয়ের কন্ঠশিল্পী চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠে ‘সূর্যাস্ত মাতাল’ শীর্ষক গান। চাং স্যুয়ে ইয়ৌ ১৯৬১ সালের ১০ জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি হংকংয়ের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ১৯৮৫ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম ‘স্মাইল’ প্রকাশ করেন। ১৯৯৩ সালে তিনি ‘কিস গুডবাই’ নামের অ্যালবাম দিয়ে তাইওয়ানে অ্যালবাম বিক্রির পরিমাণের রেকর্ড ভেঙ্গে দেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ক্ষুধার্ত নেকড়ে কিংবদন্তি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হংকংয়ের কন্ঠশিল্পী চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠে ‘ক্ষুধার্ত নেকড়ে কিংবদন্তি’ শীর্ষক গান। ১৯৯৮ সালে তিনি তাইওয়ানের ‘স্বর্ণ সংগীত’ পুরস্কারে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার লাভ করেন। গায়ক ছাড়া তিনি একজন অভিনেতাও। ভালো অভিনয়ের কারণে তিনি অনেক চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘পুরনো প্রেম টিকে থাকে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হংকংয়ের কন্ঠশিল্পী চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠে ‘পুরনো প্রেম টিকে থাকে’ শীর্ষক গান। এখন আমি শ্রোতাবন্ধুদেরক তাঁর কন্ঠে ‘ভালবাসা শাশ্বত’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা প্রায় এরকম, ‘শুরু হয়, কিন্তু শেষ নেই। শত শত কষ্ট ভোগ করতে পারি। কখনো চুক্তি স্বাক্ষরিত হয় নি। এ অশেষ ভালবাসা আমি তোমাকে দেবো। এ জীবন ও পরবর্তী জীবনে আমি অশেষ ভালবাসা তোমাকে দেবো। চোখ বন্ধ করে অন্ধকারে তোমার চেহারা দেখি। আমার হৃদয়ের হ্রদে তোমার ভালোবাসা অশেষ। তোমার সঙ্গে অশেষ শাশ্বতে থাকবো। তোমার সঙ্গে আজীবন থাকবো। ভালোবাসার মৃত্যু নেই। আমরা একসঙ্গে সুখ-দুঃখে সময় কাটিয়েছি। আমি থাকলে তুমিও থাকবে। হাজার বছর পরও আমি তোমাকে ত্যাগ করবো না। আসলে তুমি আমাকে ত্যাগ করো নি, কারণ তুমি সবসময় আমার হৃদয়ের হ্রদে’।

আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠে ‘ভালোবাসা শাশ্বত’ শীর্ষক গানটি। এখন আমি আপনাদের আরেকটি ভালোবাসার গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘আমি তোমার সঙ্গে থাকতে চাই’। গেয়েছেন লি ইয়াং। গানের কথা প্রায় এমন, ‘শান্ত রাতে, শান্ত স্বপ্নে, বেড়ানো হৃদয় কোথায় যাচ্ছে?। ভালোবাসা কী? ভালোবাসার কি হয়েছে? ভালোবাসা কোথায় গিয়েছে, তুমি কি জানো? দূরে তোমাকে দেখি, গভীরভাবে তোমার কথা পড়ি। আমার ছোট প্রত্যাশা রয়েছে, ধীরে ধীরে তোমার অপেক্ষা করছি। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই)