চীনের সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী জোরদার এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীর করতে চায় কঙ্গো প্রজাতন্ত্র
2024-02-24 16:33:16

ফেব্রুয়ারি ২৪: কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (শুক্রবার) বলেছেন, চীনের সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী জোরদার এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করতে চায় কঙ্গো প্রজাতন্ত্র।

এদিন চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ৬০ বছরে কঙ্গো প্রজাতন্ত্র এবং চীনের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। বর্তমান দু’দেশের শীর্ষনেতৃবৃন্দ দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে অভিনন্দনবাণী পাঠিয়েছেন। এর মাধ্যমে দু’দেশের নেতৃবৃন্দের গভীর মৈত্রী ফুটে উঠেছে। এক-চীন নীতিতে অবিচল রয়েছে কঙ্গো প্রজাতন্ত্র, দু’দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জনকল্যাণ বয়ে এনেছে বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে কঙ্গো প্রজাতন্ত্রে চীনের রাষ্ট্রদূত লি ইয়ান বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিগত ৬০ বছরে চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের সম্পর্ক চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এগিয়ে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)