ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে চীন
2024-02-24 18:43:32

ফেব্রুয়ারি ২৪: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন ২৩ তারিখে ইউক্রেন ইস্যু পর্যালোচনা করার সময়ে নিরাপত্তা পরিষদের এক জনসভায় বক্তৃতা দেন, আন্তর্জাতিক সমাজকে এ সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানান তিনি।

চাং চুন বলেন, ইউক্রেনের সংকট দীর্ঘ, জটিল ও সম্প্রসারিত হয়েছে। এটা দুঃখজনক। আন্তর্জাতিক সমাজের উচিত সক্রিয়ভাবে এর ন্যায্য ও যুক্তিসঙ্গত সমাধান খুঁজে বের করা, সংকটের রাজনৈতিক সমাধান প্রচার করা এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, প্রথমত, সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। চীন প্রাসঙ্গিক পক্ষগুলিকে একটি দায়িত্বশীল মনোভাব অবলম্বন করতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠনমূলক কূটনৈতিক প্রচেষ্টা ব্যবহার করতে, কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করা থেকে বিরত থাকতে এবং অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানায়।

 

দ্বিতীয়ত, সবাইকে অবশ্যই নিরাপত্তা বজায় রাখার সাধারণ দিক উপলব্ধি করতে হবে। অবশ্যই সব দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগের দিকে মনোযোগ দিতে হবে এবং বুঝতে হবে যে, নিরাপত্তা অবিভাজ্য এবং একটি দেশের নিরাপত্তা অন্য দেশের নিরাপত্তার বিনিময়ে হতে পারে না। এটা অবশ্যই স্বীকার করা উচিত যে, ইউরোপ আজ যে নিরাপত্তা সংকট দেখা যাচ্ছে তা শীতল যুদ্ধ অবসানের পর ন্যাটোর বার বার পূর্বমুখী সম্প্রসারণের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।

তৃতীয়ত, সবাইকে অবশ্যই সক্রিয়ভাবে বিভিন্ন প্রভাব পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হবে। প্রাসঙ্গিক দেশগুলির ইউক্রেন সঙ্কটে সাড়া দেওয়ার অজুহাতে নির্বিচারে একতরফা নিষেধাজ্ঞা এবং "দীর্ঘ হাতের এখতিয়ার" আরোপ করে অন্য দেশের কোম্পানিগুলিকে বিনা কারণে দমন করা, বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলায় প্রভাব ফেলা এবং বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে ব্যাহত করেছে। চীন ইউক্রেন ইস্যুতে চীনা কোম্পানিগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার দৃঢ় বিরোধিতা করে এবং চীনা কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

চতুর্থত, সবাইকে সক্রিয়ভাবে একটি সমতাসম্পন্ন ও সুশৃঙ্খল বহুমুখী বিশ্বকে সমর্থন করতে হবে। বিশ্বকে ঔপনিবেশিকতার যুগে ফিরে যেতে দেওয়া হবে না। আন্তর্জাতিক বিষয় কয়েকটি দেশের একচেটিয়া অধিকার নয়। অন্য দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য আধিপত্য ও গুন্ডামি করার চেষ্টা যুক্তিসঙ্গত বা বাস্তবসম্মত নয়।

(ইয়াং/তৌহিদ/ছাই)